শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরনাটোরে তেলের সাথে পানি মেশানোয় পাম্প মালিককে জরিমানা

নাটোরে তেলের সাথে পানি মেশানোয় পাম্প মালিককে জরিমানা

Lalpur.Natore.3pic.16.08.2022

লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার যৌথ মলিকানায় পরিচালিত মেসার্স সততা ফিলিং স্টেশন নামের এক তেল পাম্পে জ্বালানি তেলের সঙ্গে পানি মেশানোর অপরাধে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন। জানা যায়, সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২০/২৫ জন শ্রমিক তাদের মোটরসাইকেলে পেট্রোল নিতে সততা ফিলিং স্টেশনে যান। এ সময় যে যার পরিমাণ মতো পেট্রোল নিয়ে মোটরসাইকেল স্টার্ট দিতে গেলে আর স্টার্ট নেয় না। মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে তারা স্থাানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশে খবর দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেলের সঙ্গে পানি মেশানোর প্রমাণ পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, অভিযুক্ত ফিলিং স্টেশনের ম্যানেজার সিদ্দিকুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ সময় ক্ষতিগ্রস্ত ক্রেতাদের অর্থ ফেরত দিতে এবং ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রেখে পানি মিশ্রিত পেট্রল অপসারণপূর্বক বিক্রয়যোগ্য তেল উত্তোলন করে পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য