নাটোরে তিন হাজার ৮৫০ কৃষক পেলেন রবি মৌসুমের কৃষি প্রণোদনা

 

 

নিজস্ব প্রতিনিধি ঃ

নাটোর, ৯ নভেম্বর, ২০২২ (বাসস) : রবি শস্য উৎপাদনে নাটোর সদর উপজেলার তিন হাজার ৮৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে এসব কৃষি প্রণোদনার উপকরণ হস্তান্তর করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।এ সময় বক্তারা বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার দেশের কৃষি ও কৃষকের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের নিয়মিত প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান, উদ্ভাবনের মাধ্যমে নতুন জাতের বীজ সরবরাহ, সার ও সেচ উপকরণ সহজলভ্য করা, প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষিতে ইতিবাচক প্রভাব পড়েছে। এরফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, নাটোর থানার ওসি মোহাম্মদ নাছিম প্রমুখ।উপজেলা কৃষি অফিসার নিলীমা জাহান জানান, উপজেলার নাটোর পৌরসভা এবং সাতটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে এক বিঘা করে জমি চাষে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মুগ ডাল, মসুর ডাল অথবা খেসারি ডাল বীজ এবং প্রয়োজনীয় ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *