শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরসদরনাটোরে চলনবিল ভিত্তিক ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা

নাটোরে চলনবিল ভিত্তিক ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা

Natore Picture 30 5 2022 1

নিজস্ব প্রতিবেদকঃ
চলনবিল ভিত্তিক ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়নে নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট অংশীজন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মোঃ কাউসার আহাম্মদ। নেদারল্যান্ড দূতাবাসের রাস্ট্রদূত এ্যান ভ্যান লিভওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন । জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। সভায় সচিব ড. মোঃ কাউসার আহাম্মদ বলেন, চলনবিলে বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে ব-দ্বীপ মাষ্টার প্লান প্রণয়ন করা হবে। রাস্ট্রদূত এ্যান ভ্যান লিভওয়েন বলেন, ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়নে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সাথে নেদারল্যান্ডের প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা এখন সরেজমিনে সমীক্ষা কাজ করছি। সভায় জানানো হয়, ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ একটি দীর্ঘমেয়াদী, সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা-যা পানি-সম্পদ ব্যবস্থাাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা হচ্ছে। এই পরিকল্পনায় একটি অংশ দেশের জলাভূমি। দীর্ঘ মেয়াদী এই পরিকল্পনায় চলনবিলকে অন্তর্ভূক্তকরণে সমীক্ষা কার্যক্রম চলছে। নেদারল্যান্ড এ ব্যাপারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। আলোচনা সভায় তিনটি জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত চলনবিলের ২০ লাখ মানুষের জীবন ও জীবিকা, জীববৈচিত্র্য এবং সম্ভাবনা নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, ব্র্যাক জেলা কার্যালয়ের সমন্বয়কারী লাইলুন নাহার, বিটিভি’র প্রতিনিধি জালাল উদ্দিন এবং এডভোকেট আব্দুল ওহাব। সভায় বক্তারা চলনবিলের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা, পানি প্রবাহে দুষণ রোধ করা, চলনবিল কর্তৃপক্ষ গঠন, চলনবিল দিবস নির্ধারণ, চাচকৈড় নদী বন্দরের উন্নয়ন, চলনবিলে গ্যাস ও ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিাতি জরিপ, বায়ো টেকনলজি, রোবটিক্স ও এক্যুয়া কালচার ইউনিভার্সিটি স্থাাপনসহ বিভিন্ন প্রস্তাবনা চলনবিল উন্নয়ন সংক্রান্ত ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভূক্তির প্রস্তাবনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য