শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরনাটোরে এসএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় স্কুলছাত্রী গ্রেফতার

নাটোরে এসএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় স্কুলছাত্রী গ্রেফতার

Untitled 1 12

বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৭) নামের এসএসসি পরীক্ষার্থী খুন হওয়ার ঘটনায় তার কথিত প্রেমিকা এক স্কুলছাত্রীকে (১৫) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে রোববার রাতে নিহত জাহিদুল ইসলামের মা জাহেদা বেগম বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানা সূত্রে এসব তথ্য জানা গেছে। নিহত জাহিদুল ইসলাম নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং ওই ছাত্রী একই স্কুলে পড়ে। জাহিদুল নাটোর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায় তার নানার বাড়ি থেকে পড়াশোনা করত। শনিবার বিকাল ৩টার দিকে প্রতিবেশী একজনকে রক্ত দেওয়ার কথা বলে সে নানার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর থেকেই পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। রোববার থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে জাহিদুলের প্রেমিকাকেও ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ঘটনার আগে শনিবার রাতে জাহিদুল ওই ছাত্রীর ঘরে অবস্থান করছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনার পর তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার বেলা পৌনে ১টায় বাগাতিপাড়া থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত অন্য সবাইকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে রোববার সকালে কাকফো গ্রামের রাশেদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামের লাশ নাটোর-তমালতলা সড়কের মোস্ট ক্রাইম জোন হিসেবে পরিচিত কাঁকফো গ্রামের কালারা ব্রিজ সংলগ্ন এলাকার মাঠের মধ্য থেকে উদ্ধার করে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগেছিল। প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

 

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য