নাটোরে আনসার ও পুরোহিত সদস্যের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক : নাটোর সদরের তেবাড়িয়ায় বিজয়া দশমীর পূজা আর্চনার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আনসার সদস্যের মৃত্যু হয়েছে।তারা হলেন পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী(৬৫) ও নলডাঙ্গা উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামের আলাউদ্দিন আলী (৫৯)। আলাউদ্দিন মাধনগরের আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত ছিলেন।অপরদিকে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পুলিশ সদস্য ছেলে পার্থ চক্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার(৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে এই দুই মৃত্যুর ঘটনা ঘটে।নাটোর জেলা আনসার এডজুডেন্ট শফিকুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে আঁচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।পরদিকে পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, মঙ্গলবার রাত প্রায় একই সময় পৌরসভার ৮ নং ওয়র্ডের তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী পূজা শেষে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।এ সময় মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *