নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া নাটোর সদরের গুনারীগ্রামের রিকশা চালক সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে রায়হানুর রহমানের পাশে দাঁড়িয়েছে নাটোর জেলা প্রশাসক ও নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফ। বুধবার দুপুরে নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ তার কার্যালয়ে রায়হানুর রহমানের মেডিকেল কলেজে ভর্তির ফি প্রদান করেন। একই সময় নাটোরের সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফের পক্ষ থেকেও তাকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি তার আগামীর শিক্ষাজীবন চলা সময় পর্যন্ত প্রতিমাসে শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেয়া হয়। লাইফ ফর লাইফের পক্ষ থেকে অর্থ প্রদানের সময় নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ ছাড়াও
উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম, লাইফ ফর লাইফের যুগ্ম সম্পাদক সাংবাদিক মানবজমিন ও বৈশাখী টিভির নাটোর প্রতিনিধি ইসাহক আলী, লাইফ ফর লাইফের সদস্য যুগান্তরের নাটোর জেলা প্রতিনিধি মোঃ শহীদুল হক সরকার ও নয়া দিগন্তের নাটোর জেলা প্রতিনিধি আব্দুস সালাম। জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় ভবিষ্যতে চিকিৎসক হয়ে পিতা-মাতাকে ভুলে না যেতে এবং মানব সেবায় আত্মনিয়োগ করতে অদ্যম মেধাবী রায়হানুর রহমানকে পরামর্শ দেন। প্রসঙ্গত দৈনিক যুগান্তরসহ বিভিন্ন মিডিয়ায় স্বপ্ন জয়েও মুখের হাসি ম্লান শিরোনামে টাকার অভাবে রায়হানের মেডিকেল কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত খবর পাঠ করে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ও স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফ তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়।
নাটোরের মেডিকেল কলেজে চান্স পাওয়া রিকশা চালক পুত্রের পাশে জেলা প্রশাসক ও লাইফ ফর লাইফ
সম্পরকিত প্রবন্ধ