শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরনাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে একজন নিহত

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে একজন নিহত

download 4
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল-সিএনজি (ত্রি-হুইলার) মুখোুমখি সংঘর্ষে মোঃ নাইম হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বিলাশ (১৭) ও তানভির (১৯) নামে অপর দুই আরোহী। শনিবার (১৩ আগষ্ট) পৌনে ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন উপজেলার বাঙ্গালখলসী গ্রামের মোঃ বাবুর ছেলে। আর আহত একই গ্রামের বাসিন্দা ও বিলাশ ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বেলা পৌনে ১১ টার দিকে নাইম ও তানভির মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে পীরগাছার দিকে যাচ্ছিল। পথে নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির (ত্রি-হুইলার) সাথে মোটরসাইকেলের মুখোুমখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম হয়ে নাইম ঘটনাস্থালেই মারা যায়। এসময় অপর এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী তানভির এবং একই সঙ্গে অন্য মোটরসাইকেলের আরোহী বিলাশ আহত হয়। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তনের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সিএনজি চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য