শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeঅন্যান্যধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? ফখরুলকে প্রশ্ন কাদেরের

ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? ফখরুলকে প্রশ্ন কাদেরের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ‘ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন’-তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে মন্ত্রী এই প্রশ্ন রাখেন। আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। আওয়ামী লীগকে ধাক্কা দিলে নিজেরাই খাদের কিনারায় আছেন, আপনাদেরই খাদে পড়ে যেতে হবে। ’ যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা নাকি আবার সরকারের পতন ঘটাবে- এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মানুষকে জেগে উঠতে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই, বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন। ’ আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীতনিন্দ্রায় চলে যাচ্ছেন- এমন দাবি করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির সরকার পতনের আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, ‘কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে, বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি। আন্দোলনের বস্তগত পরিস্থিতি বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানে না।’ বিএনপি এখন কুম্ভকর্ণ, তাদের কুম্ভকর্ণের নিন্দ্রা ভাঙ্গানো দরকার সবার আগে বলে মনে করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, যারা এদেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে এবং তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য