শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeঅন্যান্যসংবাদ সারাদেশদেশে ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন

দেশে ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন

image 55104 1661166483

ডেস্ক খবরঃ
দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের তিনদিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৬১ শতাংশ। স্বাস্থ্যা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৬ শতাংশ। আজ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৫ শতাংশে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন। আগের দিন ৪ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৭৩ জন। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থা হয়েছেন ২৮১ জন। এ পর্যন্ত সুস্থা হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন। সুস্থাতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ। গতকালও সুস্থাতার হার ছিল ৯৭ দশমিক ২০ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩৩ জন। শনাক্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬২ শতাংশ।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য