চলনবিলের কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানাতে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের চলনবিলের কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানাতে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া স্টেশন। গত ৯ নভেম্বর নাটোরের সিংড়া উপজেলা সদরে স্টেশনটি অনানুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় জেলায় এটাই প্রথম স্বয়ংক্রিয় স্টেশন।সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিস্তীর্ণ চলনবিলের কৃষকেরা দীর্ঘদিন ধরে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া নিয়ে জটিলতায় ভুগছিলেন। ফলে বৃষ্টি, খরা ও আকস্মিক বন্যায় তাঁরা ক্ষতিগ্রস্ত হন। জটিলতা কাটাতে কৃষি বিভাগ সম্প্রতি কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় উপজেলা সদরে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন করেছে। স্টেশনটি উচ্চক্ষমতাসম্পন্ন তথ্য ধারক যন্ত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে প্রতিনিয়ত নিরবছিন্নভাবে বায়ুর তাপমাত্রা, বৃষ্টি, মৃত্তিকার তাপমাত্রা ও মৃত্তিকার তড়িৎ পরিবাহিতা ইত্যাদি তথ্য সংগ্রহ করছে। প্রয়োজন অনুযায়ী কম্পিউটারের সাহায্যে এই ধারক যন্ত্রে সংরক্ষিত তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যাচ্ছে। মূলত এই স্টেশন থেকে দীর্ঘমেয়াদে কৃষি আবহাওয়ার একটি সংগ্রহশালা সৃষ্টি হবে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, এটি স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া স্টেশন। তাই কৃষি সম্পর্কিত প্রতিদিনের তথ্যগুলো আমাদের মুঠোফোনে দেখাবে। এই তথ্য আমরা আমাদের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে গ্রাম পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব। এতে কৃষকেরা আগাম বার্তার মাধ্যমে জানতে পারবেন, কখন কোন ফসল চাষাবাদ করতে হবে এবং কীভাবে ফসল রক্ষা করতে হবে এ বিষয়ে। আশা করছি, এই স্টেশন ব্যবহারে কৃষকেরা অনেক উপকৃত হবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *