ঘোড়াঘাট ইউএনওকে হামলার দায়ে ১৩ বছরের কারাদণ্ড

 

সাবেক ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। — ফাইল ছবি।

ডেস্ক খবর ঃ

দিনাজপুরের সাবেক ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ ।আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।একই সঙ্গে ঘোড়াঘাট ইউএনওর সাবেক বাগান মালিক রবিউল ইসলাম রবিকে ১৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও নয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী ২০১৯ সালের ২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে তার বাড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।তাদের প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ইউএনওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।মামলার প্রধান আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ইমাম জাফর ২০১৯ সালের ২১ অক্টোবর রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *