এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক

 

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএস পরীক্ষার্থী শিক্ষার্থীকে (১৬) নিয়ে উধাও হয়ে গেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা নাদিরা বেগম বাদি হয়ে থানায় একটি অপহরন মামলা রুজু করেছেন।শনিবার (০১ অক্টোবর) দুপুর দুইটার সময় এ ঘটনা ঘটে। শিক্ষক ফিরোজ আহমেদ উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। আর ওই শিক্ষার্থী একই উপজেলার মামদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে ওই বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে জানান, ওই ছাত্রী শনিবার সকাল ১০টার দিকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যায়। দুপুর ২ টার দিকে সাইফুল ইসলাম তার মেয়ে বাড়ি না ফেরায় বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে জানতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার মেয়েকে নিয়ে একটি মাইক্রোবাসে উঠে চলে গেছে।পরে তিনি জানতে পারেন মেয়ে ও প্রধান শিক্ষক রাজশাহীতে অবস্থান করছে। পরে প্রধান শিক্ষকের স্বজনদের সঙ্গে নিয়ে রাজশাহীর ভদ্রা এলাকার একটি বাসায় তাদের সন্ধান পান। এসময় তার মেয়েকে নিয়ে আসার চেষ্টা করলে প্রধান শিক্ষক এতে বাধা দেন। পরে তারা থানা পুলিশের কাছে গেলে ওই সুযোগে প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তিনি রাজশাহীতে মেয়েকে খুজছেন। তবে এখনও সন্ধান পাননি তার মেয়ের।
ওসি বলেন, ওই ঘটনার প্রেক্ষিতে রাতে গুরুদারপুর থানায় ওই শিক্ষার্থীর মা নাদিরা বেগম বাদি হয়ে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে একটি অপহরন মামলা রুজু করেছেন। ওই মামলার প্রেক্ষিতে শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার ভাইদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছেন। তিনি বলেন, তদন্তপূর্বক এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *