শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeবিনোদনএত খুশি, এত আনন্দে পরীকে আগে কখনো দেখিনি: শরীফুল রাজ

এত খুশি, এত আনন্দে পরীকে আগে কখনো দেখিনি: শরীফুল রাজ

রাজ্যকে নিয়ে পরীর বেশি সময় কাটে

রাজ্যকে নিয়ে পরীর বেশি সময় কাটে

এই অভিনেতা জানান, ছেলেকে নিয়ে পরীর যেন দিনরাত শেষ হয় না। এখন থেকেই ছেলেকে নিয়ে তাঁর ভাবনা শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘কোন স্কুলে ছেলেকে পড়াবে, কীভাবে বড় করবে, ছেলেকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে, সারাক্ষণ আমাকে বলতেই থাকে। আমি মন দিয়ে পরীর কথা শুনি। হাসতে হাসতে আজ পরী আমাকে বলেছে, “আমরা আগে দুজন ছিলাম, এখন তিনজন। আমাদের সংসার বড় হয়ে গেল।” হা হা হা…।’রাজ্য কার চেহারা পেয়েছে, রাজের নাকি পরীমনির, জানতে চাইলে রাজ মজা করে বললেন, ‘অর্ধেক আমার মতো, অর্ধেক পরীর মতো।’ ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন পরীমনি।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য